Sunday, November 28, 2010

এখনও .........



এখনও ভোর হয়, আমাদের ছোট্ট গাঁয়ে
কুয়াশার লেপে মুড়িয়ে গমের বীজ ক্ষেত পাহারারত আমি নেই
আমাকে না পেয়ে ছোট ছোট শালিকগুলো
নির্ভয়ে মাতছে শস্যদানা সংগ্রহে
আর আমি এই ইট-পাথরের শহরে
নিজের অস্তিত্ব খুঁজে যাই.....

এখনও চড়ুইভাতি হয়, আমাদের ছোট্ট গাঁয়ে
কৃষকের গোলার শস্য কিংবা পুকুরের মাছ চুরি করতে আমি নেই
আমাকে না পেয়ে আমার সহচরেরা
ঘরের দানায় সারছে সব প্রয়োজন
আর আমি এই নিঃসংগ শহরে
নুতন সহযাত্রী খুঁজে যাই......

এখনও পালা গানের আসর বসে, আমাদের ছোট্ট গাঁয়ে
বাউলের গলায় আমার লেখা গানগুলো এখন নেই
সুর না পেয়ে আমার সব সৃষ্টি
আজ কুকঁড়ে উঠে অপূর্ণতায়
আর আমি এই রঙ্গহীন শহরে
নুতন পরিচয় খুঁজে যাই......

No comments:

Post a Comment