Sunday, November 28, 2010

কীর্তিমানের মৃত্যু নেই

কখনও মায়ের প্রিয় সন্তান তুমি বড়ই গর্বের ধন
কখনও সুবোধ বালক তুমি, অশান্ত যার মন
কখনও বৃষ্টি শেষে আকাশের নীল খুঁজে ফেরা এক পথিক
কখনও পাতায় সবুজ আর গোলাপে লাল খোঁজা এক প্রেমিক |
কখনও সন্তানের প্রিয়মুখ বহু আরাধ্য একজন পিতা
কখনও বক্তৃতার মঞ্চ কাঁপানো এক বিশ্বনেতা
কখনও রণক্ষেত্রে অগ্রজ এক সমরনায়ক
কখনও এক দেশ এক জাতি প্রশ্নে এক আহবাহক |

কে তুমি কেমন তুমি ? বিশ্বের কাছে কিছুই অজানা নয়
রবে তুমি অমর যতদিন রবে বাংলাদেশের পরিচয়
কীর্তিমানের মৃত্যু নেই তুমিই তার জলন্ত উদাহরণ
কিংবদন্তী তুমি , তোমার নেই কোন ক্ষয় ....................

No comments:

Post a Comment