Monday, November 28, 2011

তাজমহলের দুঃখ

তাজমহলের পরতে পরতে আছে কত দুঃখ
সীমাহীন অন্ধকারে আবছা আলোয় জমাট বাধা শত কষ্ট
দেয়ালের শরীরে চাপা মমতাজের কত আর্তনাদ
পলেস্তরার কণায় কণায় ধুলোট কত অভিশাপ
এসো তুমি আর আমি
তাজমহলের দুঃখ গুনি
আর দুজন মিলে প্রেমের এক নুতন
সমাধির স্বপ্ন বুনি |

রড সিমেন্টের বাধন শক্ত আমরা জানি
প্রেমের জমাট আরও কঠিন আমি মানি
এসো তুমি আর আমি
তাজমহলের দুঃখ গুনি
আর দুজন মিলে প্রেমের এক নুতন
সমাধির স্বপ্ন বুনি ||

একে আর একে দুই ধারাপাতে আমরা জানি
যোগফলটা এক প্রেমে আমি এইটা মানি
এসো তুমি আর আমি
তাজমহলের দুঃখ গুনি
আর দুজন মিলে প্রেমের এক নুতন
সমাধির স্বপ্ন বুনি ||

Sunday, November 27, 2011

টম এন্ড জেরী (Tom and Jerry)

স্কুলটা বড্ড দূরে, কুড়ি কি বাইশটা বছর
স্মৃতি হাতরেও পাইনা খুঁজে, অনেক পুরুনো সে খবর
ব্যাচের সবচেয়ে দুরন্ত, কোন কাজেই ছিলনা বারণ
আর তুমি, সেই দিনের মেয়ে
আজ করছ আমায় শাসন|

বোম্বের রোডে লং-ড্রাইভে যেতে
মাধুরী কত করেছে রিকোয়েষ্ট
সিডিউল মিললনা তাই সালমান শাহ
কেয়ামত থেকে কেয়ামতে পেয়ে গেল প্লট !
প্রতিদিন একটা সূচনা, পুরুনো সব ভুলে
আর তুমি, সেই দিনের মেয়ে
আজ বাধছ আমায় আঁচলে||

‘পিতার কাছে অর্থ চেয়ে পত্র’ লেখার যুগে
প্রেমপত্রে আমার অভিষেক
কফি-ইনে ব্যাকগ্রাউন্ড মিউজিকের তালে
ডিম ডিম আলোয় চুটিয়ে কত প্রেম
মাম্মার স্টলের ট্রিপল ফাইব, গোল্ডলিফ সাক্ষী
সাক্ষী স্কলাস্টিকার সেই প্রিয় চত্বর
আর তুমি, সেই দিনের মেয়ে
আজ চড়ছ আমার উপর ||