Sunday, November 28, 2010

অচেনা পথ, আমি একা পথিক

চেনা পথ চেনা ঘর চেনা ঠিকানা
জানিনা কেন আজ সবই অচেনা
জানা সুর জানা গান জানা রচনা
লাগে যেন আজ কিছুই জানিনা

এখন তো আমার ভয় নেই আর
কিছু হারিয়ে ফেলার
তাইতো পারি ভিড়িয়েছি অজানায়
নিঃস্ব করে সব হাহাকার ||

কত ছবি এঁকে সাজিয়ে রাখতাম মনের ক্যানভাসে
রং তুলিতে ধরে রাখতাম সবার আড়ালে
কত কবিতা কত গান লিখে জমাতাম বুকে
হারিয়ে ফেলি সেই ভয়ে লিখিনি ডায়রীতে |

কত বিকেল কত রাত কত উদ্দীপ্ত সকাল
হেটেছি বুকে নিয়ে চাপা দুঃখ ভয়াল
কত চাওয়া কত স্বপ্ন কত জলন্ত আশা
ছুড়ে ফেলেছি দূরে নিয়ে হতাশা |

1 comment: