Monday, November 28, 2011

তাজমহলের দুঃখ

তাজমহলের পরতে পরতে আছে কত দুঃখ
সীমাহীন অন্ধকারে আবছা আলোয় জমাট বাধা শত কষ্ট
দেয়ালের শরীরে চাপা মমতাজের কত আর্তনাদ
পলেস্তরার কণায় কণায় ধুলোট কত অভিশাপ
এসো তুমি আর আমি
তাজমহলের দুঃখ গুনি
আর দুজন মিলে প্রেমের এক নুতন
সমাধির স্বপ্ন বুনি |

রড সিমেন্টের বাধন শক্ত আমরা জানি
প্রেমের জমাট আরও কঠিন আমি মানি
এসো তুমি আর আমি
তাজমহলের দুঃখ গুনি
আর দুজন মিলে প্রেমের এক নুতন
সমাধির স্বপ্ন বুনি ||

একে আর একে দুই ধারাপাতে আমরা জানি
যোগফলটা এক প্রেমে আমি এইটা মানি
এসো তুমি আর আমি
তাজমহলের দুঃখ গুনি
আর দুজন মিলে প্রেমের এক নুতন
সমাধির স্বপ্ন বুনি ||

Sunday, November 27, 2011

টম এন্ড জেরী (Tom and Jerry)

স্কুলটা বড্ড দূরে, কুড়ি কি বাইশটা বছর
স্মৃতি হাতরেও পাইনা খুঁজে, অনেক পুরুনো সে খবর
ব্যাচের সবচেয়ে দুরন্ত, কোন কাজেই ছিলনা বারণ
আর তুমি, সেই দিনের মেয়ে
আজ করছ আমায় শাসন|

বোম্বের রোডে লং-ড্রাইভে যেতে
মাধুরী কত করেছে রিকোয়েষ্ট
সিডিউল মিললনা তাই সালমান শাহ
কেয়ামত থেকে কেয়ামতে পেয়ে গেল প্লট !
প্রতিদিন একটা সূচনা, পুরুনো সব ভুলে
আর তুমি, সেই দিনের মেয়ে
আজ বাধছ আমায় আঁচলে||

‘পিতার কাছে অর্থ চেয়ে পত্র’ লেখার যুগে
প্রেমপত্রে আমার অভিষেক
কফি-ইনে ব্যাকগ্রাউন্ড মিউজিকের তালে
ডিম ডিম আলোয় চুটিয়ে কত প্রেম
মাম্মার স্টলের ট্রিপল ফাইব, গোল্ডলিফ সাক্ষী
সাক্ষী স্কলাস্টিকার সেই প্রিয় চত্বর
আর তুমি, সেই দিনের মেয়ে
আজ চড়ছ আমার উপর ||

Tuesday, January 18, 2011

ছেঁড়া পদ্য




(১)
রাতকে রাখো সাক্ষীর কোটায়
দাঁড়াও নিজে কাঠগড়ায়
তার সাথে কত কাটিয়েছি সময়
বুক ভাসিয়ে কেঁদেছি, কত যন্ত্রনায় |
(২)
তুমি আর আমি, চাঁদ আর সূর্য্য
সময় মিলনে অন্তরায়
আমি আসি যতবার তোমার খুঁজে
তুমি তখনই নাও বিদায় |

(৩)
মেঘের ভাঁজে নীল খামে
অশ্রুগুলো পাঠালাম বৃষ্টি করে
ছুঁয়ে দিও তোমার দুচোখ
মুঠো মুঠো ভরে

Friday, December 17, 2010

বাংলাদেশ




এক মহালগনের সাক্ষী হয়ে যার চোখে চোখ রেখে প্রথম আলো দেখেছি
আমি যে প্রতিমার চরণ ছুঁয়ে জীবনের স্বাদ নিয়েছি
যার বিশুদ্ধ জীবনবায়ু খুঁজে নেয় আমার প্রতি নিঃশ্বাস
পৃথিবীর বুকে যদি স্বর্গ থাকে, সে তো সেই, আমার দৃঢ় বিশ্বাস

যার মুখের হাসি লেপ্টে আছে, আমার ঠোঁটের কোনায়
যে স্বপ্ন গড়ে, স্বপ্ন সাজায় প্রতিদানহীন ভালোবাসায়
যার শস্য দানার অনুদানে ধীরে ধীরে আমার বেড়ে উঠা
শত শত বীরের বীরত্ব গাথা, যার ইতিহাসে আছে লিখা

যার সোদা মাটির গন্ধে আমি, মহাকালের অতীত খুঁজি
যার বিশালতার কাছে মাথা নুইয়েছে যুগে যুগে শত জাতি
সেতো তুমি, শুধুই তুমি
আমার দেশ, আমার জন্মভূমি
একবার দুবার নয়, অসীম অসীম বার
প্রার্থনা, তোমার বুকে যেন ফিরে আসি বারবার ||

Friday, December 3, 2010

আবারো আর্কাইভে ‘তুমি’



এমন কোন স্বপ্ন নয়
দেখেছি, যা হবার নয়
সে তো, এমন কোন ঘর নয়
ভেঙ্গেছে, আর গড়ার নয়

আমি স্বপ্নের মাঝে স্বপ্ন গড়ে
বাঁচি আবার নতুন করে
ভুল গুলো সব শুধরে নিয়ে
ফিরে পাই নতুন আমায়, প্রতি ভোরে |

বেদনার রং নীল শুনেছি
রংহীন বেদনা, মনের ক্যানভাসে
আকাশের মেঘগুলো ভীষন কালো
আমার মাঝে শুভ্র মেঘ ভাসে

সে তো, এমন কোন কথা নয়
বলেছি, আর বলার নয়
এমন কোন প্রেম নয়
করেছি, যা ভুলার নয়

আমি একবার, দুবার
হারাবো প্রতিবার
নুতন ‘তুমি’-র গভীরতায়
দৃশ্যের পটে বদলে যাবে অভিনেত্রী
আভিনেতা সেই আগের আমি
বদলাবার নয় |

Sunday, November 28, 2010

পরিচয়



বায়োলজীতে ভালো করেছিলাম একবার
বাবা বলেছিলেন ছেলে হবে ডাক্তার
মা রেগে গিয়ে ঘর করেছিলেন তোলপাড়
বলেছিলেন আমার ছেলে হবে ইণ্জ্ঞিনিয়ার
প্রেমিকা বলেছিল নিজের পায়ে দাড়াও আগে সবার
নইলে বিয়ে দিয়ে দেবে বাবা, ছেলে গভমেন্ট অফিসার
গানের গলা ছিল ভালো, বন্ধুরা ডাকত কিশোর কুমার
তইতো স্বপ্ন গড়তাম একদিন হবো বিশাল ষ্টার
স্বপ্নগুলো স্বপ্নই রয়ে গেল.... হয়ে হয়েও কিছু হয়ে উঠলো না আমার
বিশাল বড় এক অফিস এখন আমার ......
এখন আমি টো টো কোম্পানীর ম্যানেজার..!!!!!

এখনও .........



এখনও ভোর হয়, আমাদের ছোট্ট গাঁয়ে
কুয়াশার লেপে মুড়িয়ে গমের বীজ ক্ষেত পাহারারত আমি নেই
আমাকে না পেয়ে ছোট ছোট শালিকগুলো
নির্ভয়ে মাতছে শস্যদানা সংগ্রহে
আর আমি এই ইট-পাথরের শহরে
নিজের অস্তিত্ব খুঁজে যাই.....

এখনও চড়ুইভাতি হয়, আমাদের ছোট্ট গাঁয়ে
কৃষকের গোলার শস্য কিংবা পুকুরের মাছ চুরি করতে আমি নেই
আমাকে না পেয়ে আমার সহচরেরা
ঘরের দানায় সারছে সব প্রয়োজন
আর আমি এই নিঃসংগ শহরে
নুতন সহযাত্রী খুঁজে যাই......

এখনও পালা গানের আসর বসে, আমাদের ছোট্ট গাঁয়ে
বাউলের গলায় আমার লেখা গানগুলো এখন নেই
সুর না পেয়ে আমার সব সৃষ্টি
আজ কুকঁড়ে উঠে অপূর্ণতায়
আর আমি এই রঙ্গহীন শহরে
নুতন পরিচয় খুঁজে যাই......