Friday, December 17, 2010

বাংলাদেশ




এক মহালগনের সাক্ষী হয়ে যার চোখে চোখ রেখে প্রথম আলো দেখেছি
আমি যে প্রতিমার চরণ ছুঁয়ে জীবনের স্বাদ নিয়েছি
যার বিশুদ্ধ জীবনবায়ু খুঁজে নেয় আমার প্রতি নিঃশ্বাস
পৃথিবীর বুকে যদি স্বর্গ থাকে, সে তো সেই, আমার দৃঢ় বিশ্বাস

যার মুখের হাসি লেপ্টে আছে, আমার ঠোঁটের কোনায়
যে স্বপ্ন গড়ে, স্বপ্ন সাজায় প্রতিদানহীন ভালোবাসায়
যার শস্য দানার অনুদানে ধীরে ধীরে আমার বেড়ে উঠা
শত শত বীরের বীরত্ব গাথা, যার ইতিহাসে আছে লিখা

যার সোদা মাটির গন্ধে আমি, মহাকালের অতীত খুঁজি
যার বিশালতার কাছে মাথা নুইয়েছে যুগে যুগে শত জাতি
সেতো তুমি, শুধুই তুমি
আমার দেশ, আমার জন্মভূমি
একবার দুবার নয়, অসীম অসীম বার
প্রার্থনা, তোমার বুকে যেন ফিরে আসি বারবার ||

No comments:

Post a Comment