Sunday, November 28, 2010

আহ.....জীবন !!

বেঁচে থাকা নিয়ে চলে কত যুদ্ধ
আজীবন যায়না বাঁচা, তবু কত দন্ধ
জীবনটা লাগে আজ কতটা জীবন্ত
সবার শেষে মরনেই তো জীবন সমাপ্ত
মরন জীবনেরই এক সমীকরণ
মরনেই জীবনের হয় মহামিলন
বেদনা আছে বিয়োগে আছে কিছু ব্যাথা
মরনে মাঝেই লুকিয়ে প্রশ্নাতীত বিধাতা |

কত স্বপ্নে বিভোর হয়ে রাত কাটে দিন আসে
সব আলো ছড়িয়ে দিনও যায় হারিয়ে
কত ভালোবাসা ভরা এ সংসারে
তবুও হারায় সবই হতাশার আধারে
সমাপ্তি সূচনারই এক সমীকরণ
সমাপ্তিতেই হয় সূচনার মহামিলন
দঃখ যদিও কিছু এতে আছে
ভয় নেই আর আবার হবে হারাতে |

কত বসন্ত শত শত ফুল নিয়ে এলো
ঝরা ফুল উপহারে আবারো হারালো
কত ফুলের মালা ছড়ানো এ ভূবনে
তবুও কাটার বসন সবারই পরনে
দুঃখ সুখেরই এক সমীকরণ
দুঃখেই হয় সুখের মহামিলন
অপ্রাপ্তি যদিও কিছু আছে এতে
তবু প্রশান্তি আসবে সুখ দুঃখেরই পরে |

No comments:

Post a Comment