Sunday, November 28, 2010

আমি পথিক - কুড়াই জলের পাল



আভিমানী সূর্য্যটা লুকালো কালো মেঘের অন্তরালে
চুপি চুপি নিভৃতে ভাসালো দুচোখ অশ্রুজলে
সদ্য স্নাত মাঠ-ঘাট, পথ-প্রান্তর, টিলা-পর্বত
অবাক দৃষ্টিতে, জলধারার উৎস খুঁজে
পুকু্‌র, নদী, সমুদ্রের জলতরঙ্গের ভাঁজে ভাঁজে |

পেশাদার সময়ের সগর্ব আধিপত্য আড়াল, ক্ষণিকের ভাটায়
ভরে উঠে হৃদয় জলমতির কোমল সূরের মূর্ছনায়
আবেগী মন ছুটে স্মৃতির ক্রোড়ে
ক্লান্তি আড়াল প্রাপ্তির উষ্ণতায়
আমি পথিক কুড়াই জল
বাড়াতে চোখের সঞ্চয়, ফোঁটায় ফোঁটায় |

No comments:

Post a Comment