Tuesday, January 18, 2011

ছেঁড়া পদ্য




(১)
রাতকে রাখো সাক্ষীর কোটায়
দাঁড়াও নিজে কাঠগড়ায়
তার সাথে কত কাটিয়েছি সময়
বুক ভাসিয়ে কেঁদেছি, কত যন্ত্রনায় |
(২)
তুমি আর আমি, চাঁদ আর সূর্য্য
সময় মিলনে অন্তরায়
আমি আসি যতবার তোমার খুঁজে
তুমি তখনই নাও বিদায় |

(৩)
মেঘের ভাঁজে নীল খামে
অশ্রুগুলো পাঠালাম বৃষ্টি করে
ছুঁয়ে দিও তোমার দুচোখ
মুঠো মুঠো ভরে